• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘মাশরাফিকে সম্মান জানাতে মাঠে এসেছি’

মেহেদী হাসান রূপক, সিলেট থেকে

  ০৬ মার্চ ২০২০, ১১:৩৩
mashrafe
ছবি- আরটিভি অনলাইন

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েন মাশরাফি বিন মুর্তজা। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। দলনেতার দায়িত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফলতম এই অধিনায়ক।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচই হবে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচে ফাঁকা ছিল গ্যালারি। যদিও অধিনায়কের বিদায়ী ম্যাচকে সামনে রেখে স্টেডিয়াম প্রাঙ্গণে উপচে পড়া ভিড়।

ম্যাচ শুরুর হবার কথা জুম্মার নামাজের পর অর্থাৎ দুপুর দুইটায়। সকাল থেকেই স্টেডিয়ামের টিকেট বুথে দেখা গেছে লম্বা লাইন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী আবু ইকরাম বলেন, ‘হল থেকে আমরা এক সঙ্গে ১২ জন এসেছি খেলা দেখতে। মাশরাফির মতো কিংবদন্তি অধিনায়ক, যিনি আমাদের দেশের ক্রিকেটের চিত্রই পাল্টিয়ে দিয়েছেন। তাকে সম্মান প্রদর্শনের জন্যই আমাদের মাঠে আসা।’

বেসরকারি ব্যাংকে কর্মরত আইয়ুব আলী ঢাকা থেকে এসেছেন বন্ধুদের নিয়ে। সকাল পৌঁছেই লাইনে দাঁড়িয়েছেন। পেয়ে গেছেন টিকেটও।

‘প্রিয় ক্রিকেটারের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা শুনে মন খারাপ ছিল। দুই বন্ধুকে নিয়ে রাতের বাসে উঠে যাই। টিকেট সংগ্রহ করে ফেলেছি। আশা করি শেষটা ভালই হবে মাশরাফির।’

নগরীর উপশহর এলাকায় থাকা ইশতিয়াক আহমেদ পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত টিকেট কাউন্টারে। তিনি বলেন, লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। অধিনায়ক মাশরাফির বিদায় হচ্ছে। আসলে মন কিছুটা খারাপ হলেও সিলেটবাসী অনেক ভাগ্যবান, কারণ আমাদের মাঠে বিদায় নিচ্ছেন। এই ম্যাচটা ইতিহাস হয়ে থাকবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh