• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাসুমকে নিয়ে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

  ০৫ মার্চ ২০২০, ১৮:৪২
নাসুমকে নিয়ে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল
নাসুম আহমেদ || ছবি- সংগৃহীত

সিলেট পর্ব শেষ করে আগামী ৯ মার্চ থেকে ঢাকায় শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর জন্য ঘোষণা হয়েছে ১৫ সদস্যের দল। দলে একমাত্র নতুন মুখ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নাসুম আহমেদ খেলেছেন সবশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে আর ১৩ ম্যাচে নিয়েছিলেন মাত্র ৬ উইকেট।

দলে ফিরেছেন পাকিস্তান সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ না খেলা মুশফিকুর রহিম। বরাবরের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত সিরিজের দলে থাকা রুবেল হোসেন, শান্ত আর মোহাম্মদ মিঠুনকে বাদ দেয়া হয়েছে। দলে ফিরেছেন মুশফিকের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন।

আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরইমধ্যে দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি দল: মাহমুদ উল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন, হাসান মাহমুদ, ও নাসুম আহমেদ।

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
বিশ্বকাপে ফিরবেন কি না, জানালেন নারিন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়লেন যে দুই ওপেনার!
X
Fresh