logo
  • ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২০, ২২ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯ এর মধ্যে রয়েছে দুই শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্কেই গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছেন, মোট মৃত্যু ২৩৭৩: গভর্নর অ্যান্ড্রু কুমো। ভারতে মোট ৬২ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ২৫৪৭ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৭৮ জন, তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ভারতে। শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই।

‘সাইফউদ্দিন আমাদের অনেক বড় অর্জন’

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
|  ০৩ মার্চ ২০২০, ২২:১২ | আপডেট : ০৪ মার্চ ২০২০, ১১:২৮
‘সাইফউদ্দিন আমাদের অনেক বড় অর্জন’
ছবি- বিসিবি
টাইগার শিবিরে একজন পেস-অলরাউন্ডারের অভাব ছিল দীর্ঘদিনের। অন্যসব দল যেখানে শেষদিকে ঝড় তোলে ব্যাট হাতে সেখানে বাংলাদেশের শেষটা সাদামাটা।

দিন বদলের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিনের হাত ধরে। 

দীর্ঘ দিনের না হতাশা গুছবে এই আশা যেমন সবার, বাদ নেই মাশরাফি বিন মুর্তজাও।

নিজের ক্যারিয়ারের শেষ সময়ে পেয়েছেন সাইফউদ্দিনকে। দীর্ঘ সময় ধরে মাশরাফিকেই ধরা হতো বাংলাদেশ দলের পেস অলউন্ডার হিসেবে। যদিও সেটার কার্যকরীতা দেখা যেত মাঝে মধ্যে।

মঙ্গলবারের ম্যাচে সাইফউদ্দিন খেলেনি, খেলেছেন প্রথম ম্যাচে। ১৫ বলে ৩ ছয়ে ২৮ রানের ইনিংসের পর বল হাতে নেন ৩ উইকেটে।

দীর্ঘ পাঁচ মাস পর মাঠে ফিরেছেন চোট কাটিয়ে। তাই ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। বিশ্রাম দেয়া হয়েছে দ্বিতীয় ম্যাচে।

সাইফদ্দিনকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অধিনায়ক মাশরাফি।

‘আজকে ও খেলেনি, একটা ব্যক স্ট্রেস ইনিজুরি থেকে আসছে। এই ইনজুরিটা অনেক খারাপ। যদি আবার চলে আসে তাহলে এক, দুই-তিন বছরের জন্য থেকে যেতে পারে। তাই সাইফউদ্দিনকে সতর্ক থাকতে হবে। আমি মনে করি যে, এই ম্যাচে ওকে না খেলানোটা ভালো সিদ্ধান্ত। হারলেও আমি একই কথা বলতাম।’

সাকিব আল হাসানের মতো বিশ্বমানের অলরাউন্ডার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। মাশরাফি সাইফউদ্দিনকে টেনে আনেন সাকিবের উদাহরণ হিসেবে।

‘একজন সাকিব পেতে তো আমাদের অনেক সময় লেগেছে, আমার ক্যারিয়ার যখন শুরু হয় তখন থেকেই একজন পেস অল-রাউন্ডারের অভাব দেখেছি। আমার কাছে মনে হয় সাইফউদ্দিন আমাদের জন্য অনেক বড় অর্জন। যাকে নিয়ে আমি চিন্তা করি আগামী ১০, ১১, ১২ বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেবে।’

এমআর/ওয়াই

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৭০ ৩০
বিশ্ব ১১৫৯৫১৫ ২৩৭৪৩৬ ৬২৩৭৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর সর্বশেষ
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়