• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ মার্চ ২০২০, ১২:৪৮
zimbabwe vs bangladesh live
ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে এরই মধ্যে বিশাল জয় পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে ছাড়াই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নেয় বাংলাদেশ।

প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন সাইফ উদ্দিন। ব্যাট হাতে মাত্র ১৫ বলে তিনটি ছক্কায় তুলেছিলেন ২৮ রান। ৭ ওভারে ২২ রান খরচ করে তুলে নেন তিনটি উইকেট।

এদিকে ৬ ওভারে ২২ রানে একটি উইকেট তুলেছিলেন মুস্তাফিজুর রহমানও।

এই দুই জনের বদলে একাদশে জায়গা পেয়েছেন আল আমিন হোসেন ও শফিউল ইসলাম।

বাংলাদেশের মতো দুই পরিবর্তন নিয়ে মাঠে জিম্বাবুয়েও। সফরকারী অধিনায়ক চামু চিবাবা চোটে আক্রান্ত। তার জায়গায় এই ম্যাচের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে দলে জায়গা হয়েছে শন উইলিয়ামসের।

এছাড়া গোড়ালিতে আঘাত পাওয়া ক্রিসটোফার এমপোফুর বদলে জায়গা হয়েছে পেসার চার্লটন শুমার।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন ও শফিউল ইসলামের।

জিম্বাবুয়ে একাদশ

শন উইলিয়ামস (অধিনায়ক), থিনাসে কামুনহুকামওয়ে, ব্রেন্ডন টেইলর, রিচমন্ড মুতুম্বামি, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, তিনোটেন্ডা মুতোমবোদজি, চার্লটন শুমা, কার্ল মুম্বা ও ডোনাল্ড টিরিপানো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
X
Fresh