• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট হারের ছাপ ওয়ানডেতে পড়বে না: জিম্বাবুয়ে অধিনায়ক

সিলেট থেকে মেহেদী হাসান রূপক

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫২
chamu chibaba zimbabwe vs bangladesh
চামু চিবাবা || ফাইল ছবি

পূর্ণাঙ্গ সফরের জন্য বাংলাদেশে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরের শুরুতে ছিল একটি টেস্ট ম্যাচ। টানা ছয় টেস্টে হারের ব্যর্থতা গোচাতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা দরকার ছিল বাংলাদেশের।

ঢাকা টেস্টে জিম্বাবুয়ে হারল ইনিংস ও ১০৬ রানে। জয়ের তাজা স্মৃতি নিয়ে সিলেটে এসেছে বাংলাদেশ দল। অন্যদিকে হারের ক্ষত জিম্বাবুয়ে শিবিরে।

টেস্ট হারের স্মৃতি ভুলে সিলেটে দাপট দেখাতে চায় জিম্বাবুয়ে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমনটাই জানান ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলটির অধিনায়কের দায়িত্ব পাওয়া চামু চিবাবা।

‘আমি খুবই রোমাঞ্চিত। গেল কয়েক বছর ধরে আমরা বাংলাদেশের বিপক্ষে নিয়মিত খেলছি। আমরা নিজেদের মানসিকতার পরিবর্তন করেছি এবং সেরাটা দেয়ার জন্য প্রস্তুত।’

টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে। তবে গেল দশ বছরে একটি ওয়ানডে ম্যাচও জিততে পারেনি টাইগারদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে।

‘আমরা জানি আমাদের রেকর্ড ভালো না কিন্তু অতীত নিয়ে পড়ে থাকলেও তো হবে না। আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই। এটাই আমাদের বড় সুযোগ কেন না, আমাদের সামনে ৩টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।’

রোববার দুপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
X
Fresh