• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আফিফ-নাঈমের লক্ষ্য একটাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫
আফিফ-নাঈমের লক্ষ্য একটাই
ছবি- সংগৃহীত

একদিনের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি টাইগার ক্রিকেটের দুই উদীয়মান তারকা আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখের। আফিফ এখন পর্যন্ত ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন, নাঈম খেলেছেন পাঁচটি।

দুইজনেরই নাম রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে। দলে নাঈম, আফিফের মতো আরও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হয়তো তরুণদের পরীক্ষা নেয়ার একটা বড় সুযোগ পাচ্ছে নির্বাচকরা। নির্বাচকদের পরীক্ষা আর যেটাই হোক, নাঈম-আফিফদের লক্ষ্য একটাই, দলে থিতু হওয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের ফ্লাইট ধরবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সিলেট যাওয়ার আগে নাঈম-আফিফ জানালেন এই সিরিজে নিজেদের পরিকল্পনার কথা। নাঈম জানালেন, টেস্ট ম্যাচ চলাকালীন ব্যক্তিগতভাবে যে অনুশীলন করা হয়েছে সেটা কাজে লাগানোর।

‘অফ সময়ে আমি যতটুকু প্রস্তুতি নিয়েছি সে অনুযায়ী কাজে লাগানোর চেষ্টা করব।’