• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অর্জনের মধ্যেও নাঈমের আক্ষেপ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২২
nayem hasan
ছবি- সংগৃহীত

২০১৮ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় নাঈম হাসানের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন এই অফ স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসেই সুযোগ ছিল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট তুলে নেয়ার। থেমেছিলেন চার উইকেট নিয়ে। তবে শেষ ইনিংসে ঠিকই তুলে নিলেন পাঁচ উইকেট। আক্ষেপ রয়ে যাবে ম্যাচে ১০ উইকেট তুলতে না পারার।

মঙ্গলবার মিরপুরে ম্যাচের চতুর্থ দিনে তুলে নেন তিনটি উইকেট। আগের দিন সফরকারীদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই তুলে নিয়েছিলেন দুটি উইকেট।

প্রথম ইনিংসে ৩৮ ওভার বল করে ৭০ রান খরচে চার উইকেট তুলেছিলেন। দ্বিতীয় ইনিংসে নাঈমের বোলিং ফিগার ছিল ২৪ ওভারে ৮২ রান খরচ করে ৫ উইকেট।

বলতে গেলে দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের সঙ্গে নাঈমের চলছিল প্রতিযোগিতা। ২৪.৩ ওভারে ৭৮ রানে ৪ উইকেট তুলেছেন বাম-হাতি এই স্পিনার।

এই দুই টাইগার স্পিনারের দাপটেই দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ জয় পেয়েছে ইনিংস ব্যবধানসহ ১০৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ২৬৫ ও ১৮৯

বাংলাদেশ ৫৬০/৬ (ডি)

বাংলাদেশ ১০৬ রানে জয়ী

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার
তুষারের ঝড়ো সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় রূপগঞ্জের 
X
Fresh