• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরের মেঘ ঢেকে দিয়েছে জিম্বাবুয়ের আকাশ

আরটিভি অনলাই রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২০
জিম্বাবুয়ে
ছবি- সংগৃহীত

প্রথম ইনিংসে শতক হাঁকিয়ে সবচেয়ে সফল ব্যাটসমান ছিলেন ক্রেইগ আরভিন। দ্বিতীয় ইনিংসে ভয়ঙ্কার হয়ে ওঠার আগেই ফিরে গেছেন। অধিনায়ক ফিরিয়েছেন অধিনায়ককে।

বাংলাদেশ দলপতি মুমিনুল হকের করা থ্রোতে রান আউট হয়েছেন জিম্বাবুয়ে দলনায়ক। ৪৩ রান করে বিদায় নেন আরভিন।

মঙ্গলবার চতুর্থ দিনে মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন। রয়েছে বৃষ্টির সম্ভবনা। সকাল থেকে ২৭ ওভারে ১০৫ রান তুলতে সক্ষম হয়েছে সফরকারীরা। লাঞ্চে যাওয়ার আগে জিম্বাবুয়ের মোট সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান।

টাইগারদেরে চেয়ে ২৮৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে কেভিন কাসুজা ৮ রানে ও ব্র্যান্ডন টেইলর এক রান নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। কিন্তু শুরুটা ভাল হয়নি সফরকারীদের।

নিজের রানের খাতায় দুই রান যোগ করেই তাইজুলের কাছে ধরা দিয়ে সাঁজ ঘরে ফিরেন কাসুজা। দলীয় ৪৪ রানে নাঈম হাসানের বলে একই পথে হাটেন টেইলর।

পঞ্চম উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিন ও সেকান্দার রাজা রানের গতি বাড়ান। দলীয় ১০৪ রানে আরভিন রান আউট হলে টাইগার শিবিরে কিছুটা স্বস্তি আসে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৬৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি ও মুমিনুল হকের সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
জিম্বাবুয়ের প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয়দের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
টিভিতে আজকের খেলা
X
Fresh