• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টপ-অর্ডার হারিয়ে ধুঁকছে জিম্বাবুয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৯
টপ-অর্ডার হারিয়ে ধুঁকছে জিম্বাবুয়ে
ছবি- বিসিবি

ঢাকা টেস্টের বাকি আরও দেড় দিন। কিন্তু জিম্বাবুয়ের অবস্থা নাজুক বলা চলে। গতকাল দিনের শেষ সেশনে ৫ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়ে হারিয়েছিল ৯ রানে ২ উইকেট।

আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই তাইজুলের শিকার হোন ওপেনার কেভিন কাসুজা। ১০ ওভার চার বলের মাথায় মাত্র ১০ রানে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন মোহাম্মদ মিঠুনের হাতে।

এর ছয় ওভার পর নাঈমের বলে তাইজুলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন ব্রেন্ডন টেইলর। দিনের শুরুর ধাক্কা সামলান অধিনায়ক ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা।

যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি, জুটি ভাঙ্গে ৬০ রানে। ক্রেইগ আরভিনকে ৪৩ রানে ফেরেন রান আউটের শিকার হয়ে। মধ্যাহ্ন বিরতির আগে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান। পিছিয়ে আছে আরও ১৮১ রানে। ৩৩ রানে অপরাজিত আছেন সিকান্দার রাজা।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৫৬০ রান তুলে। সেঞ্চুরি পেয়েছিলেন মুমিনুল, ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। মুমিনুল হক ১৩২ রান করেন, মুশফিক মাঠ ছাড়েন ২০৩ রানে অপরাজিত থেকে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh