• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দিনটি শুধুই বাংলাদেশের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭
bangladesh-vs-zimbabwe
ছবি- সংগৃহীত

আত্মবিশ্বাস ফিরে পাবার ম্যাচে ঠিকই জ্বলে উঠল মুমিনুল-মুশফিকরা। ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট সিরিজ হারের পর বাংলাদেশ দলের গ্রাফটা নিচের দিকেই। একের পর এক টেস্ট ম্যাচ হেরে মানসিক শক্তিটাও হারানোর পথে। ভারতে দুই ম্যাচে ইনিংস ব্যবধানে হারের পর পাকিস্তানেও একইভাবে ইনিংস ব্যবধানে হারে মুমিনুল হকরা।

এতগুলো হারের গ্লানি মুছতে জিম্বাবুয়ের বিকল্প আর কিইবা হবে! অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ।

মুমিনুলের ব্যাটে শতকের দেখা। মুশফিকের ব্যাটে দ্বিশতক। জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংস শেষ করেছিল ২৬৫ রান করে। ক্রেইগ আরভিন খেলেছিলেন শত রানের ইনিংস।

সফরকারী অধিনায়কের শতরানের ইনিংসেও কুল পায়নি সফরকারীরা। নাঈম হাসান ও আবু জায়েদ রাহী নিয়েছিলেন সমান ৪টি করে উইকেট।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে তুলেছে ৫৬০ রান। তৃতীয় দিনের শেষ সেশনে ঘোষণা করেছে প্রথম ইনিংস।

টাইগার অধিনায়ক মুমিনুল হক তুলে নেন ক্যারিয়ারের নবম শতক। সঙ্গে মুশফিকও তুলে নেন শতক। তবে মুমিনুল তার ইনিংস লম্বা করতে নাম পারলেও শতককে দ্বিশতকে টেনে নিয়েছেন মুশফিক। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল শতক।

সব মিলে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৯৫ রানের লিড দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নাঈম হাসানের করা প্রথম ওভারেই তুলে নিয়েছেন ওপেনার প্রিন্স মাসুভারে ও নাইট ওয়াচ ম্যান ডোনাল্ড টিরিপানোর উইকেট।

তৃতীয় দিনের শেষে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯ রান তুলতে সক্ষম হয়ে সফরকারীরা। ৮ রান করা কেভিন কাসুজার সঙ্গে ক্রিজে রয়েছেন ব্রেন্ডন টেইলর। ২৮৬ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে দল।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh