• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২৫ মাস পর পাঁচশ’র ঘরে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪০

দীর্ঘ ২৫ মাস পর প্রথম ইনিংসটা পাঁচশ রানের ঘরে নিতে পেরেছে বাংলাদেশ। সবশেষ ২০১৮ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করছিল টাইগাররা।

ওই ম্যাচে মুমিনুল হকের ১৭২ রানের ইনিংসের কল্যাণে পাঁচশ রান পার করে ফেলে বাংলাদেশ। সঙ্গে ছিল মুশফিকুর রহিমের ৯২ রানের ইনিংস।

সেই ম্যাচে মুশফিক শতক পূর্ণ না করতে পারলেও প্রায় দুই বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুলের সঙ্গে ২২২ রানের জুটি বেঁধে তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম শতক।

অধিনায়ক মুমিনুল নবম শতক পূর্ণ করে থেমেছেন ১৩২ রানের মাথায়। এই ইনিংস খেলতে লেগেছে ২৩৪ বল। ছিল ১৪টি বাউন্ডারি।

মুমিনুলের বিদায়ের পর মোহাম্মদ মিঠুন ক্রিজে এসে থিতু হতে পারেননি। ২৩ বলে ১৭ রান করে ফিরে যান তিনি।

১৪৫ ওভার পর ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫১০ রান।

মুশফিকুর রহিম ১৭৬ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ক্রিজে থাকা লিটন দাসের সংগ্রহ ৪৪ রান।

জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে তুলে ২৬৫ রান। বাংলাদেশের পক্ষে সমান ৪টি করে উইকেট নেন আবু জায়েদ রাহী ও নাঈম হাসান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh