• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কথা রেখে ফিরলেন মুমিনুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৩
bangladesh-vs-zimbabwe
মুমিনুল হক || ছবি- সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর টাইগার ক্রিকেটে বইতে শুরু করেছে সুবাতাস। লম্বা সময় পর দেখা মিলল শতকের। গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদের শতকের পর কেটে গেছে অনেক সময়। এর মাঝে আফগানিস্তানের কাছে হার, ভারত ও পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা মাথায় নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে টাইগার অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, ‘আমাদের টিমের কেউ ১০০, ২২০ বা ৩০০ করবে। কথা দিলাম, বড় ইনিংস খেলবে ইনশাল্লাহ।’

মুমিনুল তার কথা রেখেছেন। ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন শতক। অধিনায়ক হিসেবে প্রথম আর ক্যারিয়ারের নবম শতক তুলে ১৩২ রানে ফিরেছেন তিনি।

নিজের বলেই মুমিনুলের ক্যাচ তুলে নিয়েছেন জিম্বাবুয়ের পেসার আইনসলে এনদোভু। ২৩৪ বল খেলে ইনিংসে ১৪টি চার হাঁকিয়েছেন টাইগার দলপতি।