• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দিন শেষ ৭১ ওভার পর ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৪০ রান

মুশফিক-মুমিনুলে শক্ত অবস্থানে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫
mushfiqur rahim mominul haque
৬৮ রানের জুটি গড়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম || ছবি- সংগৃহীত

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বলা যায় শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল প্রথম দিনে ২২৮ রান সংগ্রহ করতে ৬ উইকেট হারানো জিম্বাবুয়ে রোববার সকালেই হারায় সব উইকেট।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হবার আগেই সব উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে সফরকারী দল।

বাংলাদেশের পক্ষে নাঈম হাসান ও আবু জায়েদ রাহী নেন সমান ৪টি করে উইকেট। ২টি উইকেট তুলেন তাইজুল ইসলাম ।

মধ্যাহ্ন বিরতির আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও তামিম ইকবালের নড়বড়ে জুটি ভাঙ্গে দলীয় ১৮ রানে।

ভিক্টোর নাউচির বলে রেগিস চাকাভার গ্লাভসে ক্যাচ দিয়ে সাইফ সাজঘরে ফেরেন ৮ রানে। দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্তকে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে তামিম সামলান শুরুর ধাক্কাটা।

কিন্তু টিকতে পারলেন না বেশিক্ষণ। অর্ধশতক থেকে ৯ রান দূরে থাকতে ডোনাল্ড তিরিপানোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তামিম সাজঘরে ফেরেন ৪১ রানে।

তামিমের পথে অবশ্য হাঁটেননি শান্ত। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। মুমিনুলকে নিয়ে ৭৬ রানের জুটি ভাঙ্গে শান্তর বিদায়ে। ১৩৯ বলে ৭১ রান করে ফেরেন চার্লটন টিসুমার বলে ক্যাচ দিয়ে।

স্বাগতিকদের ইনিংসের শুরুটা নড়বড়ে হলেও দিন শেষ করেছে মুমিনুল-মুশফিকের শক্ত জুটিতে ভর করে। দিন শেষ ৭১ ওভার পর ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৪০ রান।

মুমিনুল তুলে নিয়েছেন অধিনায়ক হিসেবে প্রথম ও ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক। অপরাজিত আছে ৭৪ রানে। মুশফিক অপরাজিত আছেন ৩১ রানে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার
তুষারের ঝড়ো সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় রূপগঞ্জের 
X
Fresh