• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অধিনায়ক মুমিনুলের প্রথম অর্ধশতক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৮
bangladesh-vs-zimbabwe
মুমিনুল হক || ছবি- সংগৃহীত

২০১৯ সালের শেষ দিকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয় নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। তার বদলে দলের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় মুমিনুল হককে। বাম-হাতি এই ব্যাটসম্যানের নেতৃত্বেই ভারত ও পাকিস্তান সফর করে বাংলাদেশ।

ভারতের মাটিতে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হয় মুমিনুলের। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩৭ ও ১ রানের ইনিংস খেলেন নতুন দলপতি।

ইডেন গার্ডেনসে ঐতিহাসিক গোলাপি টেস্টের স্মৃতি অবশ্যই ভুলে যেতে চাইবেন তিনি। দুই ইনিংসেই ফিরেছিলেন খালি হাতে।

চলতি মাসে রাওয়াল পিন্ডিতে একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে মুমিনুলের সংগ্রহ ছিল ৩০ রান। শেষ ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪১ রান।

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুমিনুল তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক।

জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ৭৮ বল খেলে তুলে নেন অর্ধশতক। এই ইনিংস সাজাতে চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন টাইগার দলপতি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh