• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিদায় নিলেন শান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৯
bangladesh-vs-zimbabwe
ছবি- সংগৃহীত

মিরপুরে ব্যাটিং সহায়ক উইকেট পেয়ে বিস্মিত হয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে জিম্বাবুয়েকে বসিয়েছিলেন ঢাকা টেস্টের চালকের আসনে। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বাকি ৪ উইকেট হারিয়ে অল-আউট হয়ে যেতে হয় ২৬৫ রানে।

জবাবে ব্যাট করতে নেমে তরুণ ওপেনার সাইফ হাসান ব্যর্থ হোন। মাত্র ৮ রান করেই ফেরেন সাজঘরে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপটা ভালো মতোই সামাল দিয়েছেন তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত। দুইজনের জুটি ভাঙ্গে ইনিংসের ২৯ ওভারের শেষ বলে ৭৮ রানে।

দলীয় ৯৬ রানের মাথায় ডোনাল্ড তিরিপানোর বল খেলতে গিয়ে উইকেট-রক্ষক চাকাবার হাতে ক্যাচ দিয়ে ৪১ রান করে বিদায় নেন তামিম ইকবাল।

মুমিনুল হককে নিয়ে নাজমুল হোসেন শান্তর জুটিটা ৭৬ রানের। শান্ত তুলে নেন আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

শতক তুলে শান্ত এগুচ্ছিলেন শতকের পথে। কিন্তু লাইনচ্যুত হতে হলো চার্লটন টিসুমার বলে।

সাইফ, তামিমের মতো শান্তও ক্যাচ দিয়েছেন উইকেট-রক্ষকের গ্লাভসে। ১৩৯ বলে ৭১ রানের ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে।

৫৪ ওভার পর তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৮ রান।

৭২ বলে ৪৬ রান করে অপরাজিত আছেন মুমিনুল। তার সঙ্গে যোগ দিয়ে ১৪ বলে ৪ রান তুলেছেন মুশফিকুর রহিম।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
X
Fresh