• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চাপ সামলে বিদায় তামিমের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৫
চাপ সামলে বিদায় তামিমের
ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের পুনরাবৃত্তি ঘটাননি তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ রান করে সাজঘরে ফিরলেও জিম্বাবুয়ের সঙ্গে খেলেছেন ৪২ রানের ইনিংস।

রোববার সকালে একশ বল (৯৯) খেলার আগেই গুটিয়ে যায় সফরকারী জিম্বাবুয়ে। সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছিল ২৬৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামা সাইফ হাসান সাজঘরে ফেরেন মাত্র ৮ রান করে। ভিক্টোর নায়ুচির বলে উইকেট-রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিমের সঙ্গী।

দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপটা ভালো মতোই সামাল দিয়েছেন তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত। দুইজনের জুটি ভাঙ্গে ইনিংসের ২৯ ওভারের শেষ বলে ৭৮ রানে।

দলীয় ৯৬ রানের মাথায় ডোনাল্ড তিরিপানোর বল খেলতে গিয়ে উইকেট-রক্ষক চাকাবার হাতে ক্যাচ দিয়ে ৪১ রান করে বিদায় নেন তামিম ইকবাল।

চা-বিরতির আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩৮ ওভারে ১২৯ রান।। ১১২ বলে ৫৫ রান করা শান্তর সঙ্গে অপরাজিত আছেন ১৭ বলে ১২ রান করা মুমিনুল হক।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh