• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রিন্স-আরভিনের শতরানে জুটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২০
Craig Ervine, Prince Masvaure
ছবি- সংগৃহীত

ঢাকা টেস্টে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে ক্রিগ আরভিনের দল।

বল হাতে জিম্বাবুয়ের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে আর কেভিন কাসুজাকে রীতিমত চেপে ধরে দুই পেসার আবু জায়েদ রাহী আর ইবাদত হোসেন।

প্রথম ৪ ওভারে কোনও রান তুলতে সক্ষম হয়নি সফরকারী দুই ব্যাটসম্যান। ইবাদতের করা পঞ্চম ওভারে রানের খাতা খুলে জিম্বাবুয়ে।

অষ্টম ওভারে দলীয় ৭ রানে রাহীর বলে মাঠ ছাড়েন ওপেনার কেভিন কাসুজা। ২৪ বল খেলে ২ রান করে গালিতে থাকা নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিন আর প্রিন্স মাসভাউরে দলের হাল ধরেন।

৮০ রান নিয়ে প্রথম সেশনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে নেমে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন প্রিন্স।

সবশেষ খবরে ৪৮ ওভারে ১ উইকেটে ১১৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা। অধিনায়ক আরভিনকে নিয়ে শতরানের জুটি গড়েছেন প্রিন্স।

১৫১ বলে ৬৪ রান করেছেন ওপেনার প্রিন্স। ১১৩ বলে আরভিনের সংগ্রহ ৪৫ রান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক(অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ

প্রিন্স মাসাভুরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নায়ুচি, আইনসলে এনদোভু ও চার্লটন টিসুমা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
X
Fresh