• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিকেএসপিতে তামিমের ঝড়ো সেঞ্চুরি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫০
বিকেএসপিতে তামিমের ঝড়ো সেঞ্চুরি
ফাইল ছবি

মাত্রই বিশ্বকাপ খেলে এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। আসার সময় নিয়ে এসেছেন বিশ্বকাপটাও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের হয়ে বিশ্বকাপে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮০ রানের ইনিংস।

এছাড়া বলার মতো বড় ইনিংস খেলতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। দেশে ফেরার পর সপ্তাহ খানিকও বিশ্রাম মেলেনি। নেমে পড়তে হয়েছে বাইশ গজে।

বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ চলছে বিকেএসপিতে।

গতকাল দিনের প্রথম ম্যাচে ব্যাট করে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৭ উইকেটে ২৯১ রান। আজ বিসিবি একাদশকে ব্যাট করতে পাঠায় সফরকারীরা।

ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট দিয়ে আসেন আকবর, নাঈম শেখরা। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বসে বিসিবি একাদশ।

এর মধ্যে ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে থাকা মাহমুদুল হাসান জয় (১), শাহাদাৎ হোসেন (২), ও আকবর আলী (১)।

বিরতিতে যাবার আগে ভালো ইনিংসের ইংগিত দিয়েও ব্যর্থ হোন পারভেজ হোসেন ইমন। তার ব্যাটে আসে ৬৬ বলে ৩৪ রান।

এরপরই শুরু হয় তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিং। দলনেতা আল-আমীন জুনিয়রের সঙ্গে লম্বা জুটি গড়ে তুলে নিয়েছেন শতক। ৮৭ বলের মাথায় চার হাঁকিয়ে পূর্ণ করেন একশ রান।

একই পথে হাঁটছেন আল-আমীনও। তার সংগ্রহ এখন পর্যন্ত ৮৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৭ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh