• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ফার্নান্দোকে ফেরালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৯, ২০:৫৪
ফার্নান্দোকে ফেরালেন মোস্তাফিজ
ছবি- সংগৃহীত

কলম্বোর প্রেমাদাসায় টস জিতে আগে ব্যাট করে মুশফিকুর রহিমের অপরাজিত ৯৮ রানে ভর করে ৫০ ওভারে ২৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৩৮ রানের লক্ষ্য টপকানোর লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা।

লঙ্কান দুই উদ্বোধনীর শুরুটা একেবারে খারাপ হয়নি। আভিশকা ফার্নান্দো আর দ্বীমুথ করুণারত্নের জুটি থেকে আসে ১১ ওভার ৩ বলে ৭১ রান।

আভিশকা যখন একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন ঠিক তখনই আরেক উদ্বোধনী ব্যাটসম্যান দ্বীমুথ করুণারত্নে ২৯ বলে ১৫ রান করে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন মিরাজের বলে।

এরপর কুশল পেরেরাকে নিয়ে ৫৮ রানের জুটি গড়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন ফার্নান্দো। তবে ভয়ঙ্কর হয়ে উঠা ফাররান্দোকে ৮২ রানের মাথায় ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফেরান মোস্তাফিজুর রহমান।

দলীয় ১২৯ রানের মাথায় ৭৫ বলে ৮২ রান করে তামিমের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন এই লঙ্কান ওপেনার।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৩ ওভারে ২ উইকেটে ১৩৮ রান। অপরাজিত আছেন কুশল পেরেরা ও কুশল মেন্ডিস।

আরও পড়ুন

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এর পাঠক প্রিয়
X
Fresh