logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৪ আশ্বিন ১৪২৬

তৃতীয় টাইগার ব্যাটসম্যান হিসেবে ৬ হাজারী ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৮ জুলাই ২০১৯, ১৬:০৫ | আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৮:৫৫
Mushfiqur Rahim
মুশফিকুর রহিম ছবি- সংগৃহীত
বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন মুশফিকুর রহিম। রোববার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে এই কীর্তি গড়লেন ৩২ বছর বয়সী মুশফিক।

টাইগারদের হয়ে তার এই মাইল ফলকে পৌঁছান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম ২০৩ ম্যাচে তার সংগ্রহ ৬ হাজার ৮৯০ রান। দ্বিতীয় স্থানে থাকা সাকিব খেলেছেন ২০৬ ম্যাচ। মোট রান ৬ হাজার ৩২৩।

৬ হাজারী ক্লাবে প্রবেশ করতে মুশফিকের লেগেছে ২১৫ ম্যাচ। ২০০৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় এই উইকেট-রক্ষক ব্যাটসম্যানের।

এই প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত ওয়ানডেতে মুশফিকের সর্বোচ্চ সংগ্রহ ১৪৪। গড় ৩৫.৮৮। স্ট্রাইকরেট ৭৮.৯১। শতক রয়েছে ৭টি অন্যদিকে অর্ধশতকরে সংখ্যা ২৩টি।

আরও পড়ুন 

ওয়াই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়