• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তিন বছর পর ওয়ানডে খেলছেন তাইজুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৯, ১৫:১০
taijul islam
তাইজুল ইসলাম || ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে হলেও স্পিন সহায়ক পিচ হওয়ায় রুবেল হোসেনের বদলে তাইজুল ইসলামেও ওপরে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

বাম-হাতি এই স্পিনারকে মূলত সাকিব আল হাসানের অভাবটা পূরণ করতেই স্কোয়াডে রাখা হয়। যদিও প্রথম ম্যাচে একাদশে ছিলেন না ২৭ বছর বয়সী তাইজুল।

টেস্ট দলে নিয়মিত এই স্পিনার সব শেষ ওয়ানডে খেলেছেন তিন বছর আগে। ২০১৬ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন তাইজুল। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ম্যাচ খেলছেন তিনি।

২০১৪ সালে অভিষেকের পর ওয়ানডেতে ৪ ম্যাচে ৫ উইকেট রয়েছে তাইজুলের। অন্যদিকে সাদা পোশাকে বেশ রঙিন তিনি। ২৪ টেস্ট খেলে ৯৯ উইকেট তুলেছেন তিনি। যা বাংলাদেশিদের হয়ে তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন ১০০ উইকেট নেয়া মোহাম্মদ রফিক ও ২০৫ উইকেট নেয়া সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh