• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বিদায়টা স্মরণীয় করে রাখলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুলাই ২০১৯, ২৩:১৩
lasith malinga
বিদায় নিলেন মালিঙ্গা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া ৩১৫ রান তাড়া করতে নেমে ২২৩ রানে গুটিয়ে যায় তামিম ইকবালের দল। কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে বিশাল জয় উপহার দিয়েই বিদায় জানালো দিমুথ করুনারত্নে নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের শেষ ওয়ানডেতে ৬ রানে অপরাজিত ছিলেন মালিঙ্গা। বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে তিনটি উইকেট তুলে নেন ডান-হাতি এই পেসার।

কলম্বোর এই মাঠে টস জেতার পর ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

লঙ্কানদের হয়ে ১১১ রানের ইনিংস খেলেন কুশল পেরারা। ৪৮ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জোলো ম্যাথুজ ও ৪৩ রান করে কুশল মেন্ডিস।

সফরকারীদের পক্ষে তিনটি উইকেট নেন শফিউল ইসলাম। দুটি উইকেট তুলেন মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট তুলেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।

জবাবে ৪১.৪ ওভার পর্যন্ত ব্যাট করে ২২৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে ৬৭ রান করেন মুশফিকুর রহিম। অন্যদিকে ৬০ রানে থামেন সাব্বির রহমান।

এছাড়া কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেনি। মালিঙ্গার মতো তিনটি উইকেট তুলেছেন নুয়ান প্রদীপও। ধনঞ্জয়া ডি সিলভা দুটি ও লাহিরু কুমরা একটি করে উইকেট তুলে নেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ এপ্রিল)
নাইক্ষ্যংছড়ি দিয়ে রাতে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
কেন গতি কমিয়ে চলছে ট্রেন
X
Fresh