• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লঙ্কানদের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুলাই ২০১৯, ১৫:৫৪
BAN, SL
অনুশীলনে ব্যস্ত লাসিখ মালিঙ্গা || ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এতে দিমুথ করুনারত্নের ওপরই অধিনায়াকত্বের দায়িত্ব দেয়া হয়েছে। প্রাথমিকভাবে সিরিজটির জন্য ২২ সদস্যের বিশাল স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। ওই স্কোয়াড থেকেই তামিম ইকবালের দলের বিপক্ষে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নেয় শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ২৮ ও ৩১ জুলাই বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সব ম্যাচই কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

সিরিজের প্রথম ম্যাচেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন লাসিথ মালিঙ্গা। কিংবদন্তি এই পেসারের জায়গায় বাকি দুই ম্যাচে দলের হয়ে খেলবেন দাসুন শানাকা।

শ্রীলঙ্কার মূল স্কোয়াড

দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমানে, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ মালিঙ্গা (প্রথম ম্যাচ), নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, উসুরু উদানা, কাসুন রাজিথা ও দাসুন শানাকা (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ)।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh