• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কলম্বোয় অনুশীলনে তামিম-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুলাই ২০১৯, ১৭:০৪
BAN, SL, rtvonline
ছবি- বিসিবি

তিন ম্যাচের ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। রোববার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনও সেরেছে টাইগাররা। স্থানীয় সময় দুপুর দুইটর দিকে এই মাঠে নামে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

কলম্বোর এই স্টেডিয়ামে আগামী ২৬ জুলাই শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই বসবে একই মাঠে। প্রতিটি ম্যাচই হবে দিবা-রাত্রির।

গেল এপ্রিলে শ্রীলঙ্কার রাজধানীতে সিরিজ বোমা হামলায় ২৫৮ জন নিহত হন। এর পর বাংলাদেশের সঙ্গে পূর্ব নির্ধারিত এই সিরিজটি না হওয়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও লঙ্কান বোর্ডের অনুরোধে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার প্রথম ধাপে সাত ক্রিকেটের ঢাকা ত্যাগ করেন। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত প্রথম বহরে কলম্বো পৌঁছান।