• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আমরা ভাগ্যবান বলেই বেঁচে ফিরেছি: রিয়াদ

স্পোর্টস ডেস্ক

  ১৬ মার্চ ২০১৯, ২৩:৩৩
ফাইল ছবি

‘শুধু এতটুকু বলতে চাই, আমরা ভাগ্যবান বলেই বেঁচে ফিরেছি। ওখানে যা ঘটেছে সেটা বলে বোঝানোর মতো অবস্থায় নেই। আপনাদের সকলের দোয়ায়, দেশবাসীর দোয়ায়, বাবা-মায়ের দোয়ায় আছি এখানে।’

দেশে পৌঁছে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে এভাবেই বললেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শনিবার সকালের ফ্লাইটেই নিউজিল্যান্ড ছাড়ে বাংলাদেশ দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে রাত ১০টা ৪০ মিনিটে।

সামনে এতগুলো মানুষের মৃত্যু ভুলতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদরা। যে কারণে বাতিল হয়েছে হ্যাগলি ওভালে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

ভাগ্যক্রমে বেঁচে ফেরা। যেন নতুন জীবন পাওয়া। আবারও পৃথিবীটা দেখার সুযোগ পাওয়া। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারেন্টের সন্ত্রাসী হামলায় ৪ বাংলাদেশিসহ প্রাণ গেছে ৪৯ জনের।

১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় ঘটে এই নারকীয় হত্যাকাণ্ড। একই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বাংলাদেশ দলের সদস্যরা ভুলতে পারছেন না এমন ভয়াবহ ঘটনার কথা।

রিয়াদ আরও বলেন, নিউজিল্যান্ডের মতো একটা দেশে এটা কখনোই হবে ভাবিনি। ওইদিন সারারাত আমরা কেউই ঘুমাতে পারিনি। শেষ পর্যন্ত দুই বোর্ডের চেষ্টায় দ্রুত দেশে ফিরতে পেরেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এর পাঠক প্রিয়
X
Fresh