• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিসিবির সবাই থাকবেন বিমান বন্দরে

স্পোর্টস ডেস্ক

  ১৬ মার্চ ২০১৯, ১৭:০০

মৃত্যুর খুব কাছ থেকে ফেরা। এতগুলো মরদেহ একসঙ্গে দেখার পর কারোরই মানসিক অবস্থা ঠিক থাকার কথা নয়। এমনই এক মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে বাংলাদেশ আজ রাতে ফিরছে দেশে। শনিবার সকালের ফ্লাইটে দেশে ফেরার কথা নিশ্চিত করেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

গতকাল শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের আল নূর মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ৩ বাংলাদেশিসহ ৪৯ জন মুসল্লি। ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন টেরেন্ট এই হামলা চালান ওই মসজিদে।

এই মসজিদেই জুমার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও। কিন্তু ঘটনাচক্রে কিছুক্ষণ দেরি হওয়ায় বেঁচে যান মাহমুদুল্লাহরা।

মসজিদের ভেতরে যখন নারকীয় হত্যাযজ্ঞ চলছিল, তখন মসজিদের সামনে টিম বাসেই ছিল বাংলাদেশ দল। এমন খবর পেয়ে তৎক্ষণাৎ মসজিদের পাশে অবস্থিত হ্যাগল পার্ক দিয়ে বেরিয়ে যান বাংলাদেশ দলের সদস্যরা।

কিন্তু নিউজিল্যান্ডের মতো শান্তিপূর্ণ দেশে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে কারোরই মন-মানসিকতা ঠিক থাকার কথা নয়।

আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, এখন তো মনে হচ্ছে পৃথিবী’র কোনও জায়গাই নিরাপদ নয়। নিউজিল্যান্ডের মতো দেশে যদি এমনটা ঘটে তাহলে তো তাই মনে হবে। তবে আল্লাহ’র রহমতে আমাদের ছেলেদের কোনও ক্ষতি হয়নি। তারা নিরাপদেই দেশে ফিরছে।

নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, আজ রাতে তারা দেশে ফিরবে। ফিরতে ফিরতে রাত ১০টা ৪০ মিনিট। বিসিবির কর্মকর্তারা বিমান বন্দরেই উপস্থিত থাকবে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এর পাঠক প্রিয়
X
Fresh