• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রতিপক্ষ বাতাসও: রাহী

স্পোর্টস ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৪

নিউজিল্যান্ডের আবহাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যে উপযোগী না সেটা গত কয়েকটি সিরিজ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। এবারের সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ। বাকি আছে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

মূল সিরিজ শুরুর আগে আগামীকাল ভোর ৪টা থেকে শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ। যার জন্য এরই মধ্যে পেসনির্ভর ১৩ সদস্যের দলও ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ভুগিয়েছিল কিউই পেসারদের গতি আর সুইং। শুধু গতি আর সুইংই নয়, ভুগিয়েছে সেখানকার কন্ডিশনও। শুধু যে ব্যাটিংয়ে খারাপ করেছে বাংলাদেশ তা না, বোলিংয়েও ছিল একই দশা।

ওয়ানডের পালা শেষে এবার নতুন করে শুরু করতে হবে বাংলাদেশকে। যদিও নিউজিল্যান্ডে এর আগে কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ওয়ানডে দলের কয়েকজন চলে এসেছে আর টেস্ট দলে নতুন করে যোগ হয়েছে আবু জায়েদ রাহী, এবাদত হোসেন আর খালেদ আহমেদ।