• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কিউই দুই ওপেনারের বিদায়

স্পোর্টস ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০১

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যেন জ্বলে উঠেছে টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে এরিমধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ। আজ ধবল ধোলাই এড়ানোর ম্যাচ।
ডানেডিনে টস জিতে আজ আর আগে ব্যাটিং করতে হয়নি বাংলাদেশকে। দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ মিঠুনের বদলে দলে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন। স্বাগতিক দলে এসেছে তিন পরিবর্তন।নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম পাঁচ ওভারের ভেতরই কলিন মুনরোকে ফেরান টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজা।
ইনিংসের ৪.৩ ওভারের সময় ব্যক্তিগত ৮ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে মুনরোকে সাজঘরে ফেরান ম্যাশ।
গত দুই ম্যাচে দুই শতক হাঁকানো মার্টিন গাপটিলকে ফেরান আরেক পেসার সাইফউদ্দিন। ব্যক্তিগত ২৯ রানের মাথায় তামিমের দুর্দান্ত এক ক্যাচে ফেরেন এই ওপেনার।
দুই ওপেনারের বিদায়ে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের দলীয় রান ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬১ রান।
বাংলাদেশ:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দীন, মেহেদী হাসান, মাশরাফি মুর্তজা (অধিনায়ক),রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড:
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কলিন মুনরো, রস টেলর, টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যাটনার, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এর পাঠক প্রিয়
X
Fresh