• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ক্রাইস্টচার্চেও ঘুচল না বাংলাদেশের ব্যাটিং ক্রাইসিস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০১

শুরুর ধাক্কাটা সামলে উঠতে সময় লেগেছে ৩৪ ওভার পর্যন্ত। হেগলি ওভালে যেখানে তিনশ’র বেশি রান করাও সম্ভব, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা নাজেহাল হয়েছে কিউই পেসারদের কাছে।

সহজ সমীকরণ, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। এক্ষেত্রে যা যা করতে হবে সেটা মাথায় রেখেই নিশ্চয় মাঠে নেমেছে বাংলাদেশ দল।

ম্যাচ শুরুর আগে টানা দুই ঘণ্টার বৃষ্টি, সঙ্গে আছে কনকনে শীত। বলাই যায়, ব্যাপারটা বাংলাদেশের জন্য সহজ নয়। তাই টস জেতাটা গুরুত্বপূর্ণই ছিল সফরকারীদের জন্য। আগে ফিল্ডিং করলে অন্তত উইকেটের সুবিধাটা নিতে পারতো টাইগার বোলাররা।

ভাগ্য খারাপ তাই টসে হেরে আগে ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে।