• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুই ওপেনারের বিদায়ে ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০০

সিরিজে ফেরার ম্যাচ বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেপিয়ারে প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আজ শনিবার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে।

খেলা শুরুর আগে টানা দুই ঘণ্টা বৃষ্টি হয়েছিল আর এই সুযোগটা নিয়ে নিলো নিউজিল্যান্ড। স্বাগতিকরা টস জিতে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশকে।

কিউই পেসারদের গতির ঝড় টাইগার ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছিল প্রথম ওয়ানডেতে। হেগলি ওভাল তো আরও ভয়ানক!

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশী দুই ওপেনার শুরু থেকেই বুঝিয়ে দিচ্ছিলেন, কিউই পেসারদের গতির সামনে থিতু হওয়া এতটা সহজ না।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে হাওয়ায় ভাসিয়ে মারতে গিয়ে ক্যাচ দেন লিটন দাস। মাত্র ৪ বল খেলে বিদায় নেন ১ রান করে।

এরপর ষষ্ঠ ওভারের পঞ্চম বলে হেনরির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন আরেক ওপেনার তামিম ইকবাল। ২৮ বল খেলে তামিম করেন মাত্র ৫ রান।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান।

বাংলাদেশ

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড

মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নেশাম, টড এসলে, হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এর পাঠক প্রিয়
X
Fresh