• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ক্রাইস্টচার্চে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৬

আবহাওয়া এমনিতেই বাংলাদেশের বিপরীতে। ঠাণ্ডার সাথে বৃষ্টি যোগ হয়ে আরও কন্ডিশন এখন আরও বেশি খারাপ। তার উপর টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

বাংলাদেশের জন্য ম্যাচটা টিকে থাকার। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে এর আগে বাংলাদেশ একটি ওয়ানডে খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালে ওই ম্যাচে হেরে যায় টাইগাররা।

বাংলাদেশের একাদশে নেই কোনও পরিবর্তন। প্রথম ম্যাচের একাদশের উপরই আস্থা রেখেছেন অধিনায়ক আর টিম ম্যানেজমেন্টের।

নিউজিল্যান্ডের একাদশে এসেছে এক পরিবর্তন। মিচেল স্যান্টনারের পরিবর্তে খেলছেন টড এসলে।

বাংলাদেশ

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড

মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নেশাম, টড এসলে, হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এর পাঠক প্রিয়
X
Fresh