• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কায়েসের বিদায় ৪ রানেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ নভেম্বর ২০১৯, ১৪:১৬
কায়েসের বিদায় ৪ রানেই
ছবি- সংগৃহীত

উপমহাদেশে প্রথম গোলাপি বলের দিবারাত্রি ম্যাচ। যা প্রথম হবে সেটাই লেখা হয়ে যাবে ইতিহাসে। ইডেন গার্ডেনসের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে কলকাতা টেস্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী।

এই ঐতিহাসিক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। খেলার আগ পর্যন্ত তো সব ঠিক কিন্তু, খেলা শুরু হতেই পাল্টাতে শুরু করল দৃশ্যপট।

গোলাপি বলের বাউন্স আর সুইংয়ের কাছে দিশেহারা হয়ে ইনিংসের সপ্তম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল কায়েস।

ইশান্ত শর্মার তৃতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ১৫ বলে ৪ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ একাদশে আসছে দুই পরিবর্তন। স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে পেসার আল-আমীনের। মেহেদী মিরাজের বদলে জায়গা হয়েছে স্পিনার নাঈম হাসানের।

তবে ভারতীয় একাদশে আসেনি কোনও পরিবর্তন। ইন্দোরের একাদশ নিয়েই ইডেনে নামবে স্বাগতিকরা।

ভারত: মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান সাহা (উইকেট-রক্ষক), উমেশ যাদব, রবিচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ শামী ও ইশান্ত শর্মা।

বাংলাদেশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেট-রক্ষক), নাঈম হাসান, আবু জায়েদ, আল-আমিন হোসেন ও এবাদত হোসেন।

আরো পড়ুন

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
X
Fresh