• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লিটনের সমস্যা গোলাপি বল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ নভেম্বর ২০১৯, ১২:১৯
লিটনের সমস্যা গোলাপি বল
ছবি- সংগৃহীত

কলকাতা টেস্ট শুরুর আগে সমস্যার শেষ নেই বাংলাদেশ দলে। গত বুধবার দল থেকে ছিটকে পড়েন ওপেনার সাইফ হাসান। এবার যোগ হয়েছে লিটনের গোলাপি রঙের সমস্যা নিয়ে।

ঘণ্টাখানেক পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক কলকাতা টেস্ট। কত কত আয়োজন নিয়ে ইডেন অপেক্ষা করছে দুই দলকে স্বাগত জানাতে। তার মধ্যে এমন খবর টাইগার সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছে এটাই স্বাভাবিক।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দৃষ্টি-পরীক্ষা (ভিশন টেস্ট) হওয়ার সময় লিটন দাস গোলাপি বলের রং চিনতে পারছেন না। ফলে বল দেখতে সমস্যা হচ্ছে তার।

এ নিয়ে চিন্তা বেড়েছে হেড কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গোর। কেন না, লিটন দাসই এখন টেস্ট দলের উইকেট-রক্ষক। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট থেকে উইকেট-রক্ষকের ভূমিকা ছেড়েছেন মুশফিকুর রহিম।

এখন লিটন যদি খেলতে না পারেন তাহলে কে সামলাবে উইকেট-রক্ষকের দায়িত্ব!

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, এখনও চূড়ান্ত দল নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে খেলব তো ক্রিকেটই। গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে তৈরি আমরা।

কিন্তু লিটন! প্রশ্নের উত্তর জানা যাবে ইডেনে টসের পর।

/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
X
Fresh