• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইডেনে সতীর্থদের জন্য শুভ কামনা সৌম্যর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ নভেম্বর ২০১৯, ২০:০৭
ইডেনে সতীর্থদের জন্য শুভ কামনা সৌম্যর
ছবি- সংগৃহীত

ব্যাটে-বলে সৌম্য গোটা টুর্নামেন্টেই আছেন দুর্দান্ত। বাকি আছে ফাইনাল, চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচেও করতে হবে দারুণ কিছু। ইমার্জিং এশিয়া কাপের সেমি-ফাইনালে আজ বৃহস্পতিবার আফগানিস্তান ইমার্জিং দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ ইমার্জিং দল।

এই ম্যাচে সৌম্য সরকারের দুর্দান্ত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি আফগানরা। তুলে নেন ৩ উইকেট। এরপর ব্যাট হাতেও খেলেন ৬১ রানের ইনিংস। তাতে খেই হারায় আফগানরা। শেষ পর্যন্ত ৭ উইকেটে জয় পায় বাংলার উদীয়মান বাঘেরা।

ম্যাচ শেষে সৌম্য বলেন, নতুন দিনের অপেক্ষা। নতুন করে শুরু করতে চান ফাইনালে।

‘ক্রিকেট হচ্ছে দিনের বিষয়। আজকে একটা দিন চলে গেল, আরেকদিন সম্পূর্ণ নতুন দিন। যারা মাঠে ভালো খেলবে তারাই জিতবে। চেষ্টা থাকবে সবাই যেন নিজেদের সেরাটা দিতে পারে।’

লিগে ৩ ম্যাচ আর সেমি-ফাইনালে তিন অর্ধশতক মিলে ২২৯ রান করেছেন সৌম্য। বল হাতে চার ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। সৌম্য মনে করেন, এসব টুর্নামেন্টে রান করলে আত্মবিশ্বাস বাড়ে।

হংকং- ৮৪ রান | ভারত- ৭৩ রান ও ২ উইকেট | নেপাল- ১১ রান | আফগানিস্তান- ৬১ রান ও ২ উইকেট

‘আমরা এই টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে খেলছি আজকেও সেভাবেই খেলার চেষ্টা করেছি। সবার মধ্যে জেতার একটা আগ্রহ ছিল। আমি মনে করি আমাদের থেকে নিচে সে সব দলগুলো আছে তাদের সঙ্গে এভাবেই আধিপত্য বিস্তার করে জেতা উচিৎ। তাহলে আত্মবিশ্বাস আরও বাড়বে। এখানে রান করলে বা পারফরম্যান্স করলে আত্মবিশ্বাস আরও বাড়ে, এগুলো সামনের জন্য আরও ভালো কাজ করবে।’

ভারত সফরে জাতীয় দল। সৌম্যও ছিলেন এই সফরের টি-টোয়েন্টি দলে। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের কারনে বাদ পড়েছেন টেস্ট দল থেকে। প্রথমবারের মতো গোলাপি বলে কৃত্রিম আলোয় খেলবে বাংলাদেশ।

গোলাপি বলে অনভিজ্ঞ বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানালেন সৌম্য সরকার। আশা করছেন ভালও কিছুর।

‘আমারও গোলাপি বলে অভিজ্ঞতা নেই, তাদেরও নেই। দলের সবার জন্য শুভ কামনা। আশা তো সব সময় বড় কিছুই থাকে। প্রথম টেস্টে আমরা ভালো কিছু করতে পারেনি, খারাপ খেলাটা মনে রেখেই সামনে এগোতে হবে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
X
Fresh