• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইডেন টেস্টের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১৫:৫৯
saif hassan
ছবি- বিসিবি

ইন্দোর টেস্টে দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম ছিলেন ব্যর্থ। দুই ইনিংসের শুরুতেই ফিরে যেতে দেখা গেছে দুজনকেই। গোলাপি বলের ক্রিকেটে স্কোয়াডে থাকা আরেক ওপেনার সাইফ হাসানকে দেখা যাওয়ার জোড় সম্ভাবনা ছিল। ইডেন গার্ডেনসের ঐতিহাসিক এই ক্ষণে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ এই ব্যাটসম্যান ছিটকে গেছেন। ইনজুরির কারণে খেলতে পারবেন না তিনি।

বুধবার দুুপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিকিৎসকদের বরাতে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আঙুলে চিড় ধরায় মাঠে নামতে পারবেন না সাইফ। তাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সাইফ হাসান

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজের জায়গায় বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ২১ বছর বয়সী সাইফ। স্লিপে আবু জায়েদ রাহীর বলে ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার ক্যাচ ধরতে গিয়ে আঘাত পান তিনি।আঙুলের ওই চোট এখনও সেরে না ওঠায় কোনও ভাবেই মাঠে নামতে পারছেন না সাইফ। যদিও তার বদলে স্কোয়াডে কে জায়গা পাচ্ছেন সেটি এখনও জানানো হয়নি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
X
Fresh