• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিরতির আগে হাল ধরেছেন মুমিনুল-মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৯, ১২:১২
mushfiqur rahim mominul islam
ছবি- সংগৃহীত

নিজেদের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাবার আগে ৩ উইকেটে ৬৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।

মহারাষ্ট্রের শহর ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাদা পোশাকে টাইগারদের এগারতম অধিনায়ক মুমিনুল হক।

উদ্বোধনীতে ইমরুল কায়েস ও সাদমান ইসলাম তোলেন ১২ রান। ৬ রান তুলে উমেশ যাদবের শিকার হয়ে ফেরেন ইমরুল। একই রানে ইশান্ত শর্মার বলে বিদায় নেন সাদমানও।

দলীয় ৩১ রানে মোহাম্মদ শামির বলে আউট হবার আগে মোহাম্মদ মিথুন করেন ১২ রান।

বর্তমানে ৫৬ বলে ২২ রান করা দলপতি মুমিনুলের সঙ্গে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম। ২২ বলে ১৪ রান করেছেন ডান-হাতি ব্যাটসম্যান মুশফিক। দুজনে মিলে ৩২ রানের জুটি গড়েছেন।

এদিকে দুই পেসার ও সমান সংখ্যক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। পেস অ্যাটাকে রয়েছেন আবু জায়েদ রাহি ও এবাদত হোনেন। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ সামলাবেন স্পিন ডিপার্টমেন্ট।

ভারত একাদশ

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
X
Fresh