• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অভিষেকেই টস জিতলেন অধিনায়ক মুমিনুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৯, ০৯:৩৫
Bangladesh tour of India
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ইন্দোরের হলকার স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, চ্যানেল নাইন ও স্টার স্পোর্টস-১।

ভারতে ২০১৭ সালে প্রথমবারের মতো একটি টেস্ট খেললেও এবারই পূর্ণাঙ্গ সিরিজ খেলছে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়ে দারুণভাবে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে আর জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হতে যাওয়া এই টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে ভালো করার প্রত্যয় নতুন অধিনায়ক মুমিনুল হক সৌরভের।

এদিকে তরুণ দল নিয়েও টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। তবে সাদা পোশাকে সফরকারীদের হালকাভাবে নিতে চায়না কোহলি বাহিনী।

ভারত একাদশ

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh