• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অধিনায়কত্ব আমার জন্য চ্যালেঞ্জ: মুমিনুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৯, ১৬:১০
mominul haque
ছবি- সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাসে একাদশতম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মুমিনুল হক সৌরভের। বৃহস্পতিবার হলকার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টা শুরু হবে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাত মুমিনুল। প্রাথমিকভাবে জানিয়েছিলেন, অধিনায়কের দায়িত্ব পাওয়াটা তার জন্য অপ্রত্যাশিত ছিল। তবে এখন বিষয়টিকে নিজের জন্যও ইতিবাচক।

মুমিনুল হক বলেন, মনে হয় না অধিনায়কত্ব পাবার পর আমার ব্যাটিংয়ে প্রভাব পড়বে। চেষ্টা করব আগের মতোই ব্যাট করার। দলনেতার হাল ধরার পর আরও বেশি দায়িত্বশীল হতে পারব বলে আমি মনে করি। এতে নিজের ক্রিকেটীয় জ্ঞানও বৃদ্ধি পাবে। অধিনায়ক হিসেবে নিজের নৈপুণ্য তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে আমার কাছে। সব কিছুই হচ্ছে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নেয়ার মতো।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে অভিজ্ঞ তামিম ইকবাল রয়েছেন ছুটিতে। সবচেয়ে সেরা দুই তারকার জায়গায় তরুণরা দলের হাল ধরতে প্রস্তুত বলে জানিয়েছেন মুমিনুল।