• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট দলে থাকলেও দেশে ফিরছেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ নভেম্বর ২০১৯, ১৭:০০
Mosaddek Hossain saikat
মোসাদ্দেক হোসেন সৈকত || ছবি- সংগৃহীত

চলতি সফরটা একদমই ভালো যায়নি মোসাদ্দেক হোসেন সৈকতের। প্রথম দুই ম্যাচে খেললেও ছিলেন অনুজ্জ্বল। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। বল হাতে ৮ রানে ছিলেন উইকেট শূন্য। দ্বিতীয়টিতে অপরাজিত ছিলেন ৭ রান করে। অন্যদিকে ১ ওভার বল করে ২১ রান দিয়ে ম্যাচের মোড়ই ঘুড়িয়ে দেন। ছোট ফরম্যাটে তাকে খেলানো হয়নি। চোটের কারণে ছিলেন বিশ্রামে তার বদলে মোহাম্মদ মিঠুনকে খেলানো হয়েছিল। এবার টেস্ট স্কোয়াডে থাকার পরও দেশে ফিরে আসছেন তিনি।

ভারত সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ হারতে হয়েছে বাংলাদেশকে। আগামী ১৪ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সোমবার নাগপুর থেকে ইন্দোরের উদ্দেশে রওনা হয়েছেন টেস্ট স্কোয়াডে থাকা টাইগাররা ক্রিকেটাররা। অন্যদিকে দেশে ফিরছেন টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা।

এদিন রাত সোয়া নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন টেস্ট স্কোয়াডে না থাকা ৭ ক্রিকেটার।

তারা হলেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, নাঈম শেখ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানী, শফিউল ইসলাম ও আবু হায়দার রনি। টেস্ট স্কোয়াডে থাকলেও তাদের সাথেই দেশে ফিরছেন মোসাদ্দেক। তার টেস্ট সিরিজে খেলার সম্ভাবনাও খুব কম।

---------------------------------------------------------------
আরো পড়ুন: চাহারের হ্যাট্রিকে ম্লান হলো নাঈমের সিরিজ জয়ের স্বপ্ন
---------------------------------------------------------------

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ‘জরুরি পারিবারিক কারণে দেশে ফিরছেন মোসাদ্দেক।’

ডান-হাতি এই স্পিনিং অলরাউন্ডারে বদলে দলে কে যোগ দিচ্ছেন সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, এবাদত হোসেন ও আল-আমিন হোসেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh