• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে টস জিতল বাংলাদেশ, দলে এক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ নভেম্বর ২০১৯, ১৯:০৮
ফাইনাল: এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। এই ম্যাচটা জিতে গেলেই টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবে টাইগাররা। এই সিরিজের আগে টি-টোয়েন্টিতে আটবার ভারতের মুখোমুখি হলেও জয় না পাওয়া বাংলাদেশ এই সিরিজের প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছে স্বাগতিকদের।

টাইগাররা ৭ উইকেটে দিল্লি জয় করে রাজকোটে ৮ উইকেটে হেরে গেলেও আত্মবিশ্বাস মোটেও কমেনি। বার্তা দিয়ে রেখেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

নাগপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের।

অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে একাদশে জায়গা হয়েছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ভারতের একাদশেও এসেছে এক পরিবর্তন। ক্রুনাল পান্ডিয়ার বদলে একাদশে নেয়া হয়েছে মানিষ পান্ডিয়াকে।

বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), মানিষ পান্ডিয়া, শুভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
X
Fresh