• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোস্তাফিজ ম্যাচ উইনার বোলার: ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ নভেম্বর ২০১৯, ১৯:০৩
মোস্তাফিজ ম্যাচ উইনার বোলার: ডমিঙ্গো
ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। এই সুযোগটা কাজে লাগাতে চায় সফরকারীরা। স্বাগতিক ভারতকে প্রথম ম্যাচে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করে টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে আত্মসমর্পণ করতে হয় সফরকারীদের।

দিল্লি, রাজকোট অধ্যায় শেষ করে অপেক্ষা এবার নাগপুরে ইতিহাস গড়ার। পারবে কী বাংলাদেশ।

টাইগার কোচ রাসেল ডমিঙ্গোর আশা, সিরিজ জিতবে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে কিছু ছোট ভুলের কারণে ভালো পজিশনে থেকেও বড় সংগ্রহ করতে পারেনি। শেষ ম্যাচে যদি শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি তাহলে ভারতকে হারানো অসম্ভব না।

ডমিঙ্গো সিরিজ জয়ের স্বপ্ন দেখলেও দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমানকে গত দুই ম্যাচেই দেখা গেছে নিষ্প্রাণ। দিল্লিতে ২ ওভারে ১৫ রান দিয়েছেন, রাজকোটে ৩ ওভার ৪ বল করে দিয়েছেন ৩৫ রান। দুই ম্যাচেই ছিলেন উইকেট শূন্য।

তবু মোস্তাফিজে আস্থা দলের প্রধান কোচের। রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, সে শুধু মানসম্পন্ন বোলারই নয়, সে একজন ম্যাচ উইনার। দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারও। আমরা জানি যে অনেক বড় পারফর্মার।

ডমিঙ্গো আরও বলেন, এই ফরম্যাটে বোলারদের উপর চাপ একটু বেশিই থাকে। তার উপর ভাল উইকেটে সেরা ব্যাটারদের বিপক্ষে শিশির ভেজা বলে বোলিং করতে একটু ঝামেলা হবেই।

কোচ শুধু মোস্তাফিজ নন, ভরসা রাখছেন লিটন দাসসহ তরুণ অল-রাউন্ডার আফিফ হোসেন ও মোসাদ্দেকের উপর।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
X
Fresh