• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিরিজ জয়ের স্বপ্ন ডমিঙ্গোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ নভেম্বর ২০১৯, ১৮:১০
সিরিজ জয়ের স্বপ্ন ডমিঙ্গোর
রাসেল ডমিঙ্গো

আর মাত্র একটা ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। ভারতের মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরে গিয়ে তাদের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজ জয়। এই সিরিজের আগে ভারতের সঙ্গে খেলা আটটি টি-টোয়েন্টির সব ম্যাচেই হেরেছিল বাংলাদেশ।

এবার সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে সফরকারীরা। যদিও দিল্লির পর রাজকোটে দ্বিতীয় ম্যাচে আট উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে।

যদিও অতীত নিয়ে বসে থাকতে চাইবে না বাংলাদেশ। জয়টাই যেখানে চাওয়া। টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোরও প্রত্যাশা, সিরিজ জিতবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচের কথা টেনে ডমিঙ্গো বলেন, প্রথম ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে ছেলেরা। যদিও দ্বিতীয় ম্যাচে কিছু ছোট ভুলের কারণে ভালো পজিশনে থেকেও বড় সংগ্রহ করতে পারেনি। শেষ ম্যাচে যদি শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি তাহলে ভারতকে হারানো অসম্ভব না।

ভারতকে হারিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখলেও ভয় তাদের ব্যাটিং নিয়ে। ডমিঙ্গোর মতে, ভারতের বোলিং এতটা কার্যকরী না।

ওদের ব্যাটিং লাইন-আপ নিঃসন্দেহে দারুণ শক্তিশালী। তবে কোনো সন্দেহ নেই যে, বর্তমান বোলারদের মধ্যে অভিজ্ঞতার অভাব রয়েছে। আমরা যদি ভালো ব্যাটিং করতে পারি ও বোলাররা নিজেদের সেরাটা দিতে পারে তারা চাপে পড়ে যাবে।

আরো পড়ুন

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
X
Fresh