• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তৃতীয়বার আর পারলেন না লিটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ নভেম্বর ২০১৯, ২০:১৬
তৃতীয়বার আর পারলেন না লিটন
ছবি- সংগৃহীত

পর পর দুইবার জীবন পেয়েও নিজেকে মেলে ধরতে পারলেন না টাইগার ওপেনার লিটন দাস। ইনিংসের ৫ ওভার ৩ বলের মাথায় স্ট্যাম্পিং হয়ে যখন সাজঘরের পথ ধরেছেন লিটন, তখন থার্ড আম্প্যায়ারের সিদ্ধান্তে বেঁচে যান এই ডান-হাতি।

পরের দুই বলে তার ব্যটে টানা দুই চার। এরপর ৬ ওভার ৩ বলের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলে মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেও রোহিত শর্মা মিস করেন ক্যাচ।

দ্বিতীয়বার জীবন পেয়েও কাজে লাগাতে ব্যার্থ হয়েছেন লিটন। শেষ পর্যন্ত ৭ ওভার দুই বলের মাথায় ব্যক্তিগত ২৯ (২১) রানে রান আউট হয়ে ফেরেন সাজঘরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৬৫ রান।

সন্ধ্যায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে দু’দল।

বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শুভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
X
Fresh