• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরিজ জয়ে বড় অনুপ্রেরণা পাবে বাংলাদেশ: মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ নভেম্বর ২০১৯, ১৮:৫৭
Mahmudullah riyad
ছবি- সংগৃহীত

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ভুল শুধরে সমতায় ফিরতে প্রত্যয়ী স্বাগতিক দলপতি রোহিত শর্মা। আর আত্মবিশ্বাসকে পুঁজি করে লড়াই করার প্রত্যয় টাইগার দলনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের।

সাকিবকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে প্রথম টি-টোয়েন্টি জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মত ভারতকে হারানোয়, স্বস্তির সুবাতাস টাইগার শিবিরে। দ্বিতীয় ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসী দলে প্রতিটি সদস্য। জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ।

‘আপনি খেয়াল করলেই বুঝবেন সম্প্রতি আমাদের ক্রিকেট বেশ উন্নত হয়েছে। ভারতের বিপক্ষে একটি সিরিজ জিততে পারলে বাংলাদেশের ক্রিকেট অনেক বড় অনুপ্রেরণা পাবে।’

দিল্লির কঠিন কন্ডিশন পেরিয়ে এবার রাজকোটের ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশ। যেখানে সিরিজ জয়ের ঐতিহাসিক হাতছানি মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন লাল-সবুজ দলের। প্রথম ম্যাচে আটজন বোলার দিয়ে ভারতীয় ব্যাটিংকে ভড়কে দিয়েছিল টিম টাইগার্স। এ ম্যাচেও নতুন কোনও কৌশল থাকতেই পারে সফরকারীদের ঝুলিতে। খরুচে আল-আমিনের পরিবর্তে একাদশে ঠাঁই পেতে পারেন, বা-হাতি স্পিনার আরাফাত সানি।

‘উইকেট কেমন হবে জানি না, তবে এখানে গড় রান ১৭০-১৮০-র মত। আশা করি উইকেট ভালো হবে। দিল্লি থেকে ভিন্ন, তাই আমাদের পরিকল্পনা হয়ত কিছুটা পরিবর্তন আনতে হবে, পরিস্থিতি ও কন্ডিশন বুঝে। শুরু থেকেই বলেছি- হারি বা জিতি আমাদের মনোভাব ও মানসিকতা ঠিক রাখতে হবে, ইতিবাচক রাখতে হবে।’

ঘূর্ণিঝড় ‘মহা’র আশঙ্কা কেটে গেছে অনেকাংশে। এবার ব্যাট, বল ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিয়ে সিরিজ জেতার মিশন টাইগারদের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh