• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৯, ২০:০৩

উত্তাল গ্যালারি। সবুজ জার্সি পরা মেয়েরা একে ওপরের কাছ থেকে বল নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিপক্ষের গোল পোস্টের দিকে। আক্রমণের পর আক্রমণ চলছেই তবে মিলছে না সফলতা। ঠিক এমন সময়টাতেই সমর্থকদের মুখ থেকে ভেসে আসছে বাংলাদেশ! বাংলাদেশ! চিৎকার।

প্রথমার্ধের অতিরিক্ত সময়টাতে দর্শকদের খুশি করল বাংলাদেশ দল। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক গোল দিলেন মনিকা চাকমা। সাজেদা খাতুনের দেয়া বলটি শট নিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দিলেন এই মিডফিল্ডার।

মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আবারও আগের মতই বলের দখল নিয়ে নিজেদের কাছেই রাখলেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

ম্যাচের ৬৯তম মিনিটের মাথায় মারিয়া মান্ডার দেয়া দুর্দান্ত পাসে গোল তুলে নেন মারজিয়া।
ম্যাচের তৃতীয় গোলটি আসে ৮৫তম মিনিটে। শামসুন্নাহার থেকে বল পেয়ে গোলটি করেন বাংলার মেসি খ্যাত তহুরা খাতুন। এতে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।