• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লাওসকে রুখতে সর্বোচ্চ চেষ্টা করব: কিরগিজ অধিনায়ক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৯, ১৮:৫৩
কিরগিজস্তান ও লাওস দলের দুই কোচ-অধিনায়ক || ছবি: বাফুফে

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে লাওস। প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে জয় তুলে নিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দলটি। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১১ গোল দেয়া লাওস সোমবার শেষ চারে মুখোমুখি হচ্ছে কিরগিজস্তানের বিপক্ষে।

আগের দিন রোববার দুই দলের কোচ ও অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে কিরগিজ অধিনায়ক টকটোভোলোটোভা বাকতিগুল জানালেন, শক্তিশালী লাওসের বিপক্ষে নামতে প্রস্তুত তারা। তিনি বলেন, টুর্নামেন্টের অন্যতম সেরা দল লাওস। তাদের রুখতে সর্বোচ্চ চেষ্টা করব আমরা।

নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিলেও দ্বিতীয়ার্ধে হাঁপিয়ে যায় কিরগিজরা। ঠিক একই রকম সমস্যা দেখা গিয়েছিল বাংলাদেশের বিপক্ষের ম্যাচেও।

তবে দলের সমস্যার সব ধরনের সমাধানের চেষ্টা করা হয়েছে দাবি কোচ গাইভোরনসকাইয়া নাতালিয়ার। তিনি বলেন, আমরা চেষ্টা করছি সমস্যা কাটিয়ে নিজেদের সেরাটা দেয়ার। সব ঠিক থাকলে ম্যাচটা জিতে আমরা ফাইনালে পৌঁছে যাবো।

লাওস ফরোয়ার্ড পি দুই ম্যাচে চার গোল করেছেন। গোল করেতে অবদানও রেখেছেন। এরই মধ্যে টুর্নামেন্টর অন্যতম সেরা খেলোয়াড়ের খেতাবও পেয়েছেন তিনি। তাকে নিয়ে কিরগিজস্তানের কোনো বাড়তি পরিকল্পনা রয়েছে কি?

এমন প্রশ্নের জবাবে কিরগিজ কোচ নাতালিয়া বলেন, প্রতিটি দলেই ভালো খেলোয়াড় রয়েছে। পি টুর্নামেন্টে নিজের ক্ষমতা দেখাতে সক্ষম হয়েছেন। পুরো দলটি নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে। সব ঠিক থাকলে এগুলো আমরা মাঠেই দেখাতে পারব।

অন্যদিকে কোনো দলকেই প্রতিপক্ষ হিসেবে ছোট করে দেখতে চান না লাওস কোচ ভঙ্গমিশায় সোউবোউয়াখাম। পাশাপাশি তাদের মূল প্রতিপক্ষ এখন ক্লান্তি। কোচ বলেন, একদিন করে বিরতি পেয়ে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে। তুলনামূলক কম বিশ্রাম পেয়েছি আমরা। তবু ম্যাচ জেতার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাদের খেলোয়াড়রা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গমাতা গোল্ডকাপ ২০১৯ এর পাঠক প্রিয়
X
Fresh