• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ

দুই ম্যাচে লাওসের ১১ গোল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৯, ২২:৩৩
লাওস অনূর্ধ্ব-১৯ দল (ছবি-বাফুফে)

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আগেই পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার ‘এ’ গ্রুপের রানার্স-আপের সঙ্গে মুখোমুখি হবার কথা রয়েছে লাল-সবুজদের। শনিবার গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে মাঠে নেমেছিল লাওস-তাজিকিস্তান। এদিন তাজিকদের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে লাওস। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। অন্যদিকে পর পর দুই ম্যাচ হার নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ছে তাজিকরা। আর গ্রুপ পর্বে এক ম্যাচে জয় নিয়ে রানার্স-আপ হয়েছে মঙ্গোলিয়া। আর তাই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে স্বাগতিকদের প্রতিপক্ষ হচ্ছে মঙ্গোলিয়ানরা।

গেল বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল লাওস।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পায় লাওস। দলকে এগিয়ে দেন পি। ম্যাচের ২৬তম মিনিটে এসে দ্বিতীয় গোল তুলে নেন সায়সামনে ইনথাফনে। ৩৭তম মিনিটের মাথায় পেনাল্টি পায় লাওস অনূর্ধ্ব-১৯ দল। গোল নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল তুলে নেন পি।

৩-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাওস। বিরতি থেকে ফেরার পর ৭৫ মিনিটে গোল করেন মিডফিল্ডার আনোতা চানথিথং।

একেবারে শেষ বারে এসে জোড়া গোল দিয়ে চমক দেন ইনথাফনে। ৮৯ মিনিট ও ৯০+১ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন তিনি।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • বঙ্গমাতা গোল্ডকাপ ২০১৯ এর পাঠক প্রিয়
X
Fresh