• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘ফুটবল ভালোবাসি বলেই মাঠে আসা’

কুশল ইয়াসির

  ২৬ এপ্রিল ২০১৯, ২২:০৭
ছবি- আরটিভি অনলাইন

ঢাক-ঢোল আর ভুভুজেলা বাজিয়ে হাজির একদল তরুণ। সঙ্গে রয়েছে লাল-সবুজের পতাকা আর ব্যানার ফেস্টুন। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে বাংলাদেশ। দল বেঁধে খেলা দেখতে এসেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সদস্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চারপাশ প্রদক্ষিণ করার পর কথা হয় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও আমরা এসেছি বাংলাদেশ দলকে সমর্থন জানাতে। নারী-পুরুষের বয়স ভিত্তিক যে দলই হোক আমরা প্রতিটা খেলায় জাতীয় দলকে সমর্থন দিতে গ্যালারিতে থাকি। আসলে আমরা ফুটবলকে ভালোবাসি, তাই মাঠে আসা।

বাংলাদেশ নারী দলকে নিয়ে শতভাগ আশাবাদী শাহাদাত বলেন, আজকের খেলায় হেসে খেলেই জিতব। আর টুর্নামেন্টের ফাইনালে গিয়ে শিরোপাটা ঘরেই রাখবে আমাদের দল।

ফুটবলপ্রেমীদের এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়, মাঠে এসে যেন খেলা দেখে।