• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালের দিন পরিবর্তন, থাকছেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৯, ১৯:৩২
ফাইল ছবি

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনালের দিন পরিবর্তন হয়েছে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই ৩ মে‘র বদলে আগামী ৪ মে বসছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশে ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের হবার কথা ছিল ৩ মে। একদিন পেছানো হয়েছে ফাইনালের সূচি। ৪ মে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ফাইনাল।

ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বুধবার বিকেলে ফাইনাল পেছানোর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেয়ার জন্য ফাইনালে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২২ এপ্রিল থেকে মাঠে গড়িয়েছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম আসর।

‘এ’ গ্রুপে রয়েছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। ‘বি’ গ্রুপের দলগুলো হলো- বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গমাতা গোল্ডকাপ ২০১৯ এর পাঠক প্রিয়
X
Fresh