• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০১৯, ২০:১১
ছবি: বাফুফে

৭২তম মিনিট পর্যন্ত প্রতিপক্ষের বারে ২৪টি শট নিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত মাত্র একটি শট নিতে সক্ষম হয়। প্রথম লাইন পড়লেই বুঝা যায় ম্যাচের সাড়া সময়ই বল ছিল লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ন্ত্রণে। সোমবার বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দাপটের সঙ্গেই জয় পেয়েছে স্বাগতিকরা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে ২-০ গোলে জয় পায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

ম্যাচের ১২তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন সিরাত জাহান স্বপ্না। আঁখি খাতুনের পা থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড।
৩০ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে মাথা লাগিয়ে দলকে আরেক ধাপ এগিয়ে দেন কৃষ্ণা রাণী সরকার।

পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা আক্রমণ চালিয়ে যায়। যদিও নিজেদের ভুল ও প্রতিপক্ষের গোলকিপার আয়া ওয়ালিদ মালাল্লার দারুণ সেভে আর কোনও গোল পায়নি মিশরাত জাহান মৌসুমীর দল।